প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা সাড়ে ১২টায় তাকে বহন করা বিশেষ ফ্লাইটটি দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ভারতের রেল ও টক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ তাকে অভ্যর্থনা জানান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর যায় হোটেল আইটিসি মাওরায়। সেখানে অবস্থান করবেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং আদানী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানী।
এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন মুক্তিযুদ্ধ , বাণিজ্য ও রেলপথ মন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অনেকে । তবে অসুস্থতার কারণে শেষ মূহুর্তে সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে সকাল ১০ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।