চালতা পাড়তে নিষেধ করার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় কুলসুমা বেগম (৪০) নামে এক মধ্যবয়সী নারী রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারীরা নিরিহ গৃহবধূকে শ্লীতাহানী করে একটি নাক ফুল ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে আহত নারী চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর পৌরসভা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে হামলাকারি মুন্নাকে আসামী করে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকার মৃত আজিজুল মিয়ার ছেলে মুন্নাসহ অজ্ঞাত ২/৩ জন মিলে বাড়িওয়ালার অনুমতি না নিয়ে চালতা পাড়ছিল।
ওই সময় কুলসুমা বেগম চালতা পাড়তে বাধা নিষেধ করিলে এ ঘটনায় মুন্নাসহ অজ্ঞাত ২/৩ জন বখাটে যুবক ক্ষিপ্ত হয়ে কুলসুমা বেগমকে ক্ষিপ্ত হয়ে বেদ ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে একটি নাক ফুল নিয়ে পালিয়ে যায়।