1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
খালেদা জিয়ার জন্য আমি নামায পড়ে দোয়া করি - এমপি শামীম ওসমান - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

খালেদা জিয়ার জন্য আমি নামায পড়ে দোয়া করি – এমপি শামীম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৫৯ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আমার মাতৃতুল্য। উনার দ্বারা আমি অনেক কষ্ট পেয়েছি, হামলার শিকার হয়েছি, বাড়িঘর ছাড়তে হয়েছে। তবুও উনার জন্য আমি নামায পড়ে দোয়া করি। কেননা এটিই মা-বাবা শিখিয়েছেন, নবীজির শিক্ষাও এটি যে তুমি যার দ্বারা নির্যাতিত হবে, তার জন্য দোয়া করলে তা কবুল হবে।’

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অতিথি হিসেবে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন। এতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তও অতিথি হিসেবে অংশ নেন৷

 

অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, ‘জাপানের মতো একটি উন্নত দেশে আমাদের বেড়ে ওঠার কথা ছিল। অথচ ঘাতকের দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাড়ে তিন বছরের বেশি সময় দেয়নি। আমার ভীষণ অবাক লাগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বিএনপি-জামায়াতকে আলোচনায় বসার প্রস্তাব দেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা বলেই হয়তোবা পারেন। ২০১৩-১৪ সালে প্রধানমন্ত্রীর ফোনকলের বিপরীতে খালেদা জিয়া কেমন ব্যবহার করেছিলেন তা নিশ্চয়ই সকলের মনে আছে।

 

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গ্রেনেড আমার উপর নিক্ষেপ করা হয়েছিলো। সেসময় খালেদা জিয়া বলেছিলেন, জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন করতেই ওই হামলা। আমার দলের বিশটি ছেলে নিমেষেই শেষ হয়ে গেল। চন্দন, রতন পঙ্গু হয়ে গেলো। এতকিছুর পরেও যখন বিএনপি- জামায়াত মানবাধিকার, গণতন্ত্রের সবক দেয়, তখন অবাক লাগে।

 

তিনি আরো বলেন, বিএনপি এখন দুই গ্রুপে বিভক্ত। আম্মা গ্রুপ নির্বাচনে যেতে চায়, যদিও এটি তারা মুখে হয়তোবা শিকার করবে না। অন্যদিকে ভাইয়া গ্রুপের ভাইয়া ১৫১ সীট না এলে দেশে ফিরতে পারবেন না। আমার খুব কষ্ট লাগে যখন দেখি বেগম জিয়া অসুস্থ হওয়া সত্বেও তার নামকরা চিকিৎসক পুত্রবধূ, ব্যারিস্টার নাতনি তাকে দেখতে আসেন না। অথচ বেগম জিয়ার নামের উপরেই তারা লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন৷’

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL