ফতুল্লায় গ্যাসের চুলায় রান্না কে কেন্দ্র করে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে স্বামী মোশারফ হেসেন (২৩) ও স্ত্রী মারজানা (১৯) কে। এ ঘটনায় পুলিশ সোমবার (২২ আগস্ট) দুপুরে এক দম্পত্তি কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিম নগর এতিম খানা মোড়ের নিপার বাড়ির ভাড়াটিয়া আবিদ মিয়ার পুত্র আরমান ওরফে শরীফ (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৭) কে।
এর আগে সোমবার সকালে ঝলসে যাওয়া যুবক মোশারফ হোসেন (২৩) এর বড় ভাই সোহাগ মিয়া (২৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
বাদী সহ তার ছোট ভাই মোশারফ হোসেন ও ছোট ভাইয়ের স্ত্রী মারজানা বর্তমান ঠিকানা বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া আসিতেছে। বাদী মুসলিমনগরস্থ নীট ট্রেডিস গার্মেন্টস এ চাকুরী করিয়া আসিতেছে এবং ছোট ভাই মোশারফ হোসেন বিসিক ক্রোনী গার্মেন্টসে চাকুরী করে এবং ছোট ভাইয়ের স্ত্রী মারজানা বাসায় থাকিত। গ্রেপ্তারকৃতরা একই বাড়ীতে পাশাপাশি রুমে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করে আসছিলো।
ফলে যৌথ পাকঘর এবং একই চুলা ব্যবহার করিয়া আসিতেছিলো। একই চুলায় রান্না করার সময় বাদীর ছোটভাইয়ের স্ত্রী মারজানা আক্তার এবং গ্রেপ্তারকৃত মুন্নি আক্তাদের সাথে বাকবিতন্ডতা হতো। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট রাত আটটার দিকে বাক বিতন্ডতা হয়।পরে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি মিমাংসা করে দেয়।
রাত সাড়ে নয়টার দিকে বাদীর ছোট ভাই বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতু নিলে গ্রেফতারকৃতরা গালমন্দ করতে থাকে। এতে করে বাদীর ছোট ভাই দরজা খুলে বের হওয়া মাত্র গ্রেফতারকৃতরা পাতিলে থাকা গরম পানি শরীরে ছুড়ে মারে।
এতে করে বাদীর ছোট ভাইয় ও তার স্ত্রীর শরীরের একাংশ ঝলসে যায়। তাদেরকে প্রথমে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসোতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেক হাসিনা বার্ন ইউনিটে যাওয়া হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেস শিকদার জানায়, মামলা দায়েরের পর পুলিশ সোমবার দুপুরে অভিযুক্ত স্বামী-স্ত্রী কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।