সোনারগাঁয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে রাহাদ (২০) নামের এক তরুণ ও তার সহযোগীর বিরুদ্ধে।
এ ঘটনায় অপহরণের শিকার স্কুলছাত্রীর নানা বাদি হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে রোববার (২১ আগষ্ট ) সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত অন্যরা হলেন- মো. রফিক (৪৫) কবির (১৯) হাছান (১৮) আলম ( ১৮)।
এদিকে, অপহরণের ঘটনাকে কেন্দ্র করে মো. নূর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এছাড়াও প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধের মেয়ে ও ভাগিনাসহ ৩/৪ জন আহত হন।
আহত বৃদ্ধকে পরিবারের লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। অভিযুক্ত মো. রাহাদ (২০) উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকার রফিকের ছেলে।
অভিযোগসূত্রে জানা যায়, অপহৃত ওই কিশোরী হোসেনপুর বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘ কয়েকদিন ধরে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তাকে বিয়েসহ নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রাহাদ।
এতে রাজি না হওয়ায় তাকে উত্ত্যক্ত করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শম্ভুপুরা ইউনিয়নের হাসেনপুর বাজার এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করেন রাহাত (২০) ও তার সহযোগীরা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।