বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু’র উদ্যোগে ১৫ আগস্ট কালো রাতে বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এবং ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (দুপুরে) আদালত পাড়ায় এড. দিপু’র নিজস্ব অফিস কার্যলয়ের নিচ তলায় এ দোয়া মাহফিল করা হয়।
এসময় এড. আনিসুর রহমান দীপু বলেন, ২০০৪ সালে আমরা রক্তাক্ত ঘটনা দেখেছি তখন তাতক্ষণিকভাবে গ্রেনেড হামলার প্রতিবাদ করেছি।
আমরা রাজপথের সৈনিক এখানে যেই আইনজীবীরা আছে তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করি। এখন অনেকে বঙ্গবন্ধু বলতে বলতে চোখের পানি ফেলে দেয় আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাদের খুঁজেও পাওয়া যাবে না।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পিপি এড. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিকী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, জেলা ন্যাফের সভাপতি মো. আওলাদ হোসেন, এড. জসিম উদ্দিন, এড. এমদাদ হোসেন সোহেল, এড. নজরুল ইসলাম প্রমূখ।