৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরোর অধীনস্থ দেশের ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সাড়ে ৩’শ শিক্ষার্থীবৃন্দ।
শুক্রবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ বন্দরে সোনাকান্দাস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাসসহ দেশের আরো স্ব স্ব ৬টি মেরিন ইন্সটিটিউটে এ অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট পালন কালে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সভাপতি তাসারফ হোসেন খান বলেন, গত ২০১০ সাল থেকে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলোজি পাশ করা শিক্ষার্থীদের সিডিসি প্রদান করছেনা নৌ পরিবহন অধিদপ্তর। বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক বিধিমালা তৈরি করে এ সকল ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের জাহাজে যোগদানের বাধা তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের যৌক্তিক তিন দফা দাবি গুলো হলো, ২০১০ সালে থেকে অদ্যবধি ও অবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। মার্চেন্ট শীপে ১২ মাস সী সার্ভিস সম্পন্ন করার পরে সিওসি ক্লাস থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে। চলতি বছরের ৯ জুন এনএসডিএ তে গৃহীত আইএমটি’র প্রশিক্ষনার্থীদের সিডিসি প্রদানের ক্ষেত্রে কারিগরি কমিটির সুপারিশ বাতিল করতে হবে।
শান্তিপূর্ন অবস্থান ধর্মঘট পালন কালে ওই সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হাসান (লিমন) নাজমুল হক, রফিকুল ইসলাম,আব্দুল হাকিম,সাদেকুল ইসলাম, আশিকুর রহমান,রতন, সাদেক, রিপন, অমিত, হারুন, মেহেদী, আবু বক্কর সিদ্দিক, রিয়াতুল ইসলাম, মাসুম পারভেজ, শান্ত, উজ্জল, পিয়াস,ইমরান, ধনপতি, আজম, জাহিদও তালহাসহ সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীবৃন্দ। তিন দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেন মেরিন শিক্ষার্থীরা। উল্লেখ্য, মেরিন শিক্ষার্থীদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য গত বুধবার ঢাকা নিউ ইস্কাটনস্থ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর নিকট স্মারক লিপি প্রদান করে মেরিন শিক্ষার্থীরা ।