নগরীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর ২নং রেল গেট এলাকা থেকে শুরু হয় এই শোভা যাত্রা।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সার্বিক তত্বাবাধায়নে প্রধান অতিথি হিসেবে শোভা যাত্রার উদ্বোধন করেন সুতা ব্যাবসায়ীদের জাতীয় সংগঠন ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা।
এসময় তিনি বলেন, এই আয়োজন সুন্দর ভাবে করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান নির্দেশনা দিয়েছেন। যারা আজ এই আয়োজনটি এতো সুন্দর ভাবে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে যাতে আরও স্ন্দুর ভাবে এই আয়োজন করতে পারি সেই দোয়া করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. নাজমুল হাসান এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লাসহ জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভা যাত্রা শুরু করা হয়। এই শোভা যাত্রাকে ঘিরে স্থানীয় প্রশাসনের ছিলো কয়েক স্তরের নিরাপত্তা। নগরীর বিভিন্ন পূজা মন্ডপ থেকে বের হওয়া র্যালিটি নগরীর ২নং রেল গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় ২নং রেল গেইটে এসে সমাপ্ত হয়।