পঞ্চবটী-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার মেথর খোলায় ছিনাতাইকারীদের ছুরিকাঘাতে নিহত সাইফুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মাইসার আহম্মেদ (২৫) নামক এক পেশাদার ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাইসার আহম্মেদ ফতুল্লা মডেল থানার কাশিপুর সম্রাট হল সংলগ্ন মৃত ফিরোজ রহমানের পুত্র। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, রোববার (১৪ আগস্ট) ভোরে শেরপুর থেকে ফতুল্লার পঞ্চবটী আসে। সে মুন্সিগঞ্জ বোনের বাড়ীতে যাচ্ছিলো। মেথর খোলা আসামাত্র তাকে ছুরিকাঘাত করে হত্যা করে দূর্বৃত্তরা।
সাইফুল হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার ভোর সকালের দিকে তাকে কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাইসার পেশাদার ছিনতাইকারী।
উল্লেখ্য যে, নিহত সাইফুল ইসলাম বেকার ছিলো। তাই চাকুরি করার জন্য মুন্সিগঞ্জস্থ বোনের বাসায় আসছিলো। এজন্য শনিবার (১৩ আগস্ট) রাতে শেরপুর থেকে বাসে এসে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন।
এখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য বোন জামাই সফিকুল কে ফোন করে। তখন তাকে বলছি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছুক্ষন পর পুলিশ সংবাদ দেয় যে সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।