সকাল নারায়ানগঞ্জঃ সাপ্তাহিক বাংলাদেশ বার্তা ও বাংলাদেশ অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে গরিব, অসহায়, শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা যেনো ভালোবাসার উঞ্চতার থেকে অধিক নয় এই অভিপ্রায় নিয়ে টিম বাংলাদেশ বার্তার উদ্যোগ সম্পন্ন।
সেসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ বার্তার সম্পাদক মোঃ হৃদয় হাসান চৌধুরী, বাংলাদেশ বার্তার ডট নিউজ এর সম্পাদক রাকিব আল হাসান, বাংলাদেশ বার্তার চীফ ফটো সাংবাদিক জিহাদ চৌধুরী এবং সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি খাজা মামুন, প্রতিবেদক কামরুল হাসান বিপ্লব।
প্রতিবেদককে মোঃ হৃদয় হাসান চৌধুরী জানান, ‘মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোটাই মানবজন্মের সার্থকতা। পৃথিবীতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা অটুট থাকুক।’
রাকিব আল হাসান জানান, আমরা শুধু উঞ্চতা ভাগাভাগি করে নিয়েছি সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে পেরে ব্যাক্তিগতভাবে আমি খুব সন্তুষ্ট।’
সার্বিক সহোযোগিতায় ছিলেন ডাঃ তাহমিনা চৌধুরী, ডাঃ নাইমা চৌধুরী সিমু, এন আর নীট ফেব্রিক্স এন্ড হোসিয়ারী এমডি আবু জাফর স্বপন, মোঃ রেজাউল করিম মোল্লা, নারায়ণগঞ্জ কথা.কম এর সম্পাদক ও সাপ্তাহিক বাংলাদেশ বার্তার নির্বাহী সম্পাদক বদিউজ্জামান, গ্রামীন কন্ঠ সম্পাদক ও সাপ্তাহিক বাংলাদেশ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মামুন ইসলাম।