দেওভোগের আলোচিত সুব্রত মন্ডল হত্যা মামলায় আরও তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১০ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মশিউর রহমান মুন্সী’র আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলো- দেওভোগ এলাকার দোলন, আলামিন ও নোমান সিকদার। এ নিয়ে এ মামলায় মোট ৬ জন আসামি কারাগারে আছেন। আদালত পুলিশ পরিদর্শক মো: আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ মে রাতে সুব্রত মন্ডলকে তার দেওভোগ জিউসপুকুরপাড় এলাকার বাসা থেকে ফোনে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে একদল কিশোরগ্যাং। সাত দিনপর অর্থ্যাৎ ২২ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই নিহত সুব্রত মন্ডলের বোন সম্পা মন্ডল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ সহ ১০ থেকে ১২জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।