বিশ্বজুড়ে করোনার তান্ডবে সব সমিকরনই পাল্টে গেছে। কালো কারবারি, হত্যা, গুম, খুন, রাষ্ট্র বিরোধি কার্যকলাপ মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চুরি চলছেই।করোনা মহামারি কালেও থেমেনেই এসব পেশা শ্রেনীর মানুষগুলো। এসকল অপরাধগুলোর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জ খানপুর তল্লা এলাকায় এখন রমরমা ব্যবসা চালাচ্ছে মাদক সম্রাট ইয়াকুব। পূর্বে এই মাদক স্পট শাহিনের নামে চললেও এখন নতুন মাদক সম্রাট ইয়াকুব হরদম তল্লা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সূত্রানুযায়ী, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানাধীন এলাকার মধ্যবর্তী এলাকাগুলোতে, গড়ে উঠেছে মাদকের বিশাল আখড়া । মাদক সম্রাট ইয়াকুব শহরের খানপুর, সর্দারপাড়া, তল্লা রেললাইন, হাজিগঞ্জ, চানমারি, সবুজবাগ, পশ্চিম তল্লা মাদক চালান দিয়ে থাকে। এই এলাকাগুলোতে হাত বাড়ালইে পাওয়া যাচ্ছে সকল প্রকার মরন নেশা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড়শতাধীক মাদক বিক্রেতা রয়েছে ইয়াকুবের। এরা মোবাইলের মাধ্যমে ফেড়িকরে খুব সহজেই গ্রাহকের কাছে মাদক পৌছে দিচ্ছে। ঘনিষ্ঠ স্ত্রূটি জানিয়েছে, এদের মধ্যে হত্যা সহ অসংখ্য মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ফেরারী আসামিও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খানপুর সর্দারপাড়ার বেশকিছু উঠতি বয়সের যুবক জানিয়েছে, এসমস্ত মাদক ব্যবসায়ীদের জন্য এলাকার মেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পাড়ছেনা। এলাকার গলিতে গলিতে বহিরাগতদের যাতায়াত বেড়েছে। যার ফলে চুরি, ছিনতাই ও হত্যার মতো জঘন্য ঘটনা দিনদিন বেড়েই চলেছে।