স্বামীর বাড়ী থেকে পিত্রালয়ে যাওয়ার পথে নগদ দুই লাখ টাকা ও স্বর্নালংকারসহ এক গৃহবধূ (২২) কে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অপহৃতের স্বামী পাপ্পু বাদী হয়ে বুধবার (২৭ জুলাই) সম্রাট, শিল্পি, মুন্না, শহীদসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাদীর সাথে অপহৃত গৃহবধূর ২০১৪ সালে বিয়ে হয়৷ দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে। অভিযুক্ত যুবক সম্রাট প্রায়ই অপহৃতকে উত্যক্ত করা সহ বিভিন্ন কুরুচিপূর্ণ প্রস্তাব দিতো ও ভয়ভীতি দেখাতো৷
অপহৃত গৃহবধু বিষয়টি বাদীসহ পরিবারের অপর সদস্যদেরকে অবগত করেলে তারা অভিযুক্ত সম্রাটকে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বলেন। সম্রাট তা আমলে না নিয়ে আরো বেপোরোয় হয়ে উত্যক্তর মাত্রা বাড়িয়ে দেয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে গৃহবধূ বাদীর রসুলপুরস্থ বাসা থেকে পিতার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একা রওয়ানা হয়। এসময় তার সাথে বড়ভাই নয়নের বিয়ের জন্য গচ্ছিত রাখা দেড় ভরি স্বর্ণালংকার ও দুই লক্ষ আশি হাজার টাকা ছিল৷
রিক্সা দিয়ে যাওয়ার পথে রিক্সা থামিয়ে অভিযুক্তরা গৃহবধূ কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পাপ্পুসহ সামিয়ার বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজ করেও সামিয়ার সন্ধান পাচ্ছেন না। এরপর থেকে সম্রাটের পরিবারের সদস্যেরা পাপ্পুসহ অন্যান্যদের নিয়মিত হুমকি দিয়ে আসছে বলে জানা যায়৷
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গৃহবধূকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।