সকাল নারায়ানগঞ্জঃ শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও ধাবমান সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা, লেখক ও সংগঠক প্রয়াত রনজিত কুমারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণসহ বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।
শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও ধাবমান সাহিত্য আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নগরীর চাঁদমারীতে রনজিত কুমারের প্রতিষ্ঠিত স্কুল শ্রুতি বিদ্যাপীঠে ওই অনুষ্ঠান আয়োজিত হয় । এ সময় শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও ধাবমান সাহিত্য আন্দোলনের সদস্যরা শিশুদের সাথে রনজিত কুমারের স্মৃতিচারণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির নীতি নির্ধারণী সদস্য কবি কাজল কানন, মাহবুব সাদিক, সহকারী পরিচালক উজ্জ্বল উচ্ছাস, উপ পরিচালক-রাসেল আদিত্য, রাজীব বাঙ্গাল, অচিন পাঠ্য, মিরাজ রেজা, মৌন লাকী, ধাবমান সাহিত্য আন্দোলনের রাশেদ বাবু, সারেফ আহমাদ, অপার অরণ্য, অভি জাহিদ, চারণ শিখড়, মেঘ মালা, শিউলি প্রমুখ।
এদিকে বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে রনজিত কুমার স্মরণে ‘স্মরণ সম্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে৷ এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন এবং রনজিত কুমারের স্মৃতিচারণ করেন৷
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২ জানুয়ারি সকালে তাঁর অস্ত্রোপচার করা হয়। সেদিনই সন্ধ্যায় রনজিত কুমারের কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে।