সকাল নারায়ণগঞ্জ
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলে সম্প্রতি অত্যন্ত বিরল নীল রঙের একটি গলদা চিংড়ি ধরেছেন। আর এই ধরনের চিংড়ি প্রতি ১০ লাখ থেকে ২০ লাখের মধ্যে মাত্র একটি পাওয়া যেতে পারে বলে মৎস্য বিশেষজ্ঞরা বলেছেন।
লার্স-জোহান লারসন নামের এই জেলে বিরল চিংড়ির ছবি টুইটারে শেয়ার করে বলেছেন, এই নীল গলদা চিংড়িটি গতকাল পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। এটি যাতে আরও বড় হয়, সেজন্য পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।