সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জের বন্দর থেকে ১টি বিদেশী পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বন্দর উপজেলার একরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা একত্রে মিলে অপরাধ সংগঠিত করার জন্য অবস্থান নিয়েছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন, বন্দর রেল লাইন (১নং ওয়ার্ড) মোঃ জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২৭), নয়ানগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মাসুদ (৩৭) ও কল্যানদি এলাকার নিয়ামত আলীর ছেলে শেখ সোহান (২৪)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি , চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। এছাড়াও তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।