সকাল নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রুপগঞ্জ উপজেলার ভুলতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ চাঁদাবাজির ১০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলেন, শরিয়তপুরের নড়িয়ার চাকদো এলাকার মো. আব্দুল মালেক মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৪২), লক্ষীপুরের রামগঞ্জ উদনপাড়া এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (২৪) ও নরসিংদী মাধবদী পুলাইট এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২২)।
বুধবার (২৭ এপ্রিল) র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চাঁদাবাজি করার অপরাধে ৩ জন পেশাদার চাঁদাবাজদেরকে হাতে-নাতে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২০০ থেকে ৩০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।