সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে অবরুদ্ধ থাকা সেনা ও বেসামরিক লোকদের রাশিয়া নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিলে, তিনি তাদের হাতে বন্দি রুশ সেনাদের ছেড়ে দেবেন।
জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের আজভস্টালে কমপক্ষে ১ হাজার মানুষ আটকা পড়ে আছেন।
তিনি আরও জানিয়েছেন, আজভস্টালের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সেখানে কয়েকশ আহত অবস্থায় পড়ে আছেন। তাদের চিকিৎসা প্রয়োজন।
এদিকে এর আগে রাশিয়ার মুখপাত্র ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ লোক দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের কাছে একটি একটি নথি পাঠিয়েছে। এই নথিতে তাদের দাবি-দাওয়ার বিষয়টি উল্লেখ আছে।
দিমিত্রি পেসকোভ আরও জানিয়েছেন, রাশিয়া তাদের দাবির বিষয়ে ইউক্রেনকে জানিয়ে দিয়েছে এখন তারা কি এই দাবি মেনে নেবে না কি মানবে সেই বিষয়টি ইউক্রেনের ওপর নির্ভর করছে।
তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইতিবাচক নয়।
দিমিত্রি পেসকোভ বলেছেন, এখন বল হলো ইউক্রেনের কোর্টে। তারাই বুঝবে কি করবে।
তবে দিমিত্রি পেসকোভের এমন দাবি অস্বীকার করেছেন ভলোদমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের কাছে রাশিয়া কোনো নথি পাঠায়নি এবং এমন কিছুর ব্যাপারে শোনেননি।
সূত্র: বিবিসি