সকাল নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলার মুরাদপুর এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২ এপ্রিল) বন্দর উপজেলার মুরাদপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫শ’ টাকা, ৪ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর হাজারিবাগ মধুবাজার এলাকার আবুল হাসেম মাসুমের ছেলে গাড়ী চালক ফারহান সুলতান (২৭), কুমিল্লার চৌদ্দগ্রাম একতা বাজার এলাকার মৃত তোফাজ্জল হোসেন তপুর ছেলে তানভির হোসেন তানিম (২৩) ও মুন্সীগঞ্জ লৌহজং থানার মালির অংক বাজার এলকার মো. সুমন মিয়ার ছেলে মো. রাতুল (২২)।
শনিবার (২ এপ্রিল) র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার উপর একটি প্রাইভেট কার দিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে বন্দর মুরাদপুর এলাকায় হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।