1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নাঃগঞ্জ মহানগর আঃলীগের কার্যকরী কমিটির সদস্য মাসুম আহমেদের স্মরণে স্মরণ সভা - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান

নাঃগঞ্জ মহানগর আঃলীগের কার্যকরী কমিটির সদস্য মাসুম আহমেদের স্মরণে স্মরণ সভা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মরহুম মাসুম আহমেদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের ডিএন রোডে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ফিরে দেখা ১৯৭৫ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক এস. এম পারভেজের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল আহমেদ, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলি খোকন, দপ্তর সম্পাদক বিদুৎ সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু প্রমুখ।

স্মরণ সভায় এড. খোকন সাহা বলেন, মাসুম সম্পাদক পদ প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মাসুমই সদস্য পদ চেয়ে নিয়েছে। এই পদে থেকেই মৃত্যুর পূর্ব মহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের সদস্য হয়ে কাজ করেছে। যতদিন মিটিং হয়েছে, আমার মনে হয় না, মাসুমকে অনুপস্থিত হিসেবে পেয়েছি। কেউ যদি মনে করে, মাসুমের পরিবারের পাশে কেউ নাই। তাহলে মস্ত বড় ভুল করবেন। কারণ মাসুমের পরিবারের পাশে সাড়া নারায়ণগঞ্জের মানুষ আছে, আমরা আছি।

খোকন সাহা আরও বলেন, এই সভাটা আমার জন্য খুব বেধনা দায়ক। যা ভাষায় প্রকাশ করা যাবে না। মাসুম নাই, না ফেরার দেশে চলে গেছে, এটা আমি এখনও বিশ্বাস করতে পারি না।৩ ফেব্রুয়ারি যখন শুনলাম মাসুম হাসপাতালে গেছে, তখনও বুঝিনি মাসুম চলে যাবে। যখন খবর আসলো, বিশ্বাস করতে পারিনি। রাত্রে লাশ আসলো, দেখে ঘুম হারাম। আমি হিন্দু লাশের মুখটা দেখতে দেয়নি। একটি শিক্ষা নিয়েছিলাম মনে মনে, না আমি চেহারা দেখবো না। সহ্য হবে না। মাসুমের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল, সে আমাকে মামা ডাকতো। দুর্সময়ে যখন ছিলাম, তখন পাশে মাসুম ছিল।

তিনি আরও বলেন, জোট সরকারের আমলে আমি বাসায় থাকলেই পুলিশ দজায় কড়া নাড়তো, একদিন আমি চলে গেলাম মাসুমের বাসায়। আমার প্রিয় খাবার যা ছিল, সবই রান্না করা হয়েছিল সেদিন। বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের এই এলাকায় আমরাই প্রথম মিলাদ করি। মাসুম তখন থেকেই আমাদের সাথে ছিল। মাসুম ছাত্রলীগ করেছে, আমাদের সাথে, আওয়ামী লীগ করেছে, পৌর-আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন, সর্বশেষ মহানগর আওয়ামী লীগ করেছে সে।

উনার (মাসুম) সাথে আমার সর্ম্পকটা আত্মার সর্ম্পক। এটা বলে শেষ করা যাবে না। মাসুম এই এলাকার উন্নয়নের জন্য একটি সংগঠন করে ছিল। আমি এই সংগঠনের উপদেষ্টা, আমি সেই সংগঠনের নাম পরিবর্তন করে রাখতে চাই মাসুম স্মৃতি সংসদ। মাসুমের যে চিন্তা চেতনা, এই স্মৃতি সংসদের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে চাই।

এর আগে আওয়ামী লীগ নেতা মরহুম মাসুম আহমেদের জন্য সকলে দাড়িয়ে ১ মিনিটের নিরবতা পালন করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL