সকাল নারায়ণগঞ্জঃ
বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ কল্যান ট্রাস্ট এর পক্ষ থেকে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে গলাচিপা রেললাইন সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)।
ড্রেস ও ব্যাগ বিতরণের পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, তোমরা কি ডাক্টার হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও? পুলিশ হতে চাও? যদি চাও তাহলে তোমাদের সবাইকে সুন্দর ভাবে পড়াশোনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ইচ্ছে পুরণ করবে। তবে পুলিশ, ডাক্টার যাই হই, এর আগে আমাদের ভালো মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, ট্রাফিকের সিগনাল কি তা তোমরা বোঝ? তোমাদের সেটা বুঝতে হবে। আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলবো। আমরা কখনো পিতা মাতার অবাধ্য হবো না। তোমাদের জন্য অনেক দোয়া এবং মুভ কামনা রইলো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরিফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
পরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করে পুলিশ সুপার