সকাল নারায়ণগঞ্জঃ
সকাল নারায়ণগঞ্জ এর ফটো সাংবাদিক সান মাহামুদ এর ছোটো বোন মোসাঃ আয়েশা আক্তার মিনার বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) আমলাপাড়া হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
মেয়ের বাবা মোঃ মাসুদ মিয়া,মেয়ের মা মোসাঃ জিয়েসমিন আক্তার,মেয়ের বড় মিনার,মেয়ের ছোট বোন জান্নাত, মেয়ের ফুফু ডানো,মেয়ের ফুফা আরমান, মেয়ের উকিল বাবা হারুন ভুইয়া, মেয়ের উকিল মা কাকলি বেগম ছাড়াও আত্বীয়স্বজন উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টাল এর প্রতিষ্ঠাতা জামাল তালুকদার, প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার, বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, ডেক্স রিপোর্টার নাফি আহমেদ, ফটো সাংবাদিক সান মাহমুদ।