সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান এর সভাপতিত্বে ও কনস্টেবল সাইফুলের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)মোহাম্মদ নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজমুল হাসান বলেন, পুলিশ জনতার যে বন্ধন সেটি হলো একটি গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থা অন্যতম উপকরণ। আমরা যে দেশে বাস করি, এই দেশের মাটিতে পরতে পরতে শহীদদের রক্তে ভেজা। অনেক চরা মূ্ল্যে আমরা একটা পতাকা পেয়েছি, একটি ভূখন্ড পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর আহব্বানে এই মার্চ মাসেই জাপিয়ে পরেছিলো নিজস্র বাঙ্গালী, একটি স্বাধীন পতাকার জন্য। আমরা যদি এই দেশকে ভালোবাসি তাহলে এটাকে আমরা নিরাপদ রাখবো। আমার মনে হয় প্রত্যেককে এই লক্ষে এগিয়ে আসা উচিৎ।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে একটি উন্নশীল দেশে পরিনত হয়েছি। আমাদের এখন উচিৎ আর্থিক উন্নয়ণ করা। এখানে আপনার আমার সকলের ভূমিকা প্রয়োজন। আমরা বাংলাদেশ পুলিশ আছি দেশের অভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা আপনাদের টেক্সের টাকায় বেতন পাই, আপনাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। আমরা কতটুকু কাজ করছি সেটা আপনারা দেখবেন, প্রয়োজনে আপনারা আমাদের সহযোগীতা করবেন। আমি মনে করি বাংলাদেশ পুলিশের ইতিবাচক পরিবর্তন এসেছে, সামনে আরও পাবেন। আমাদের বাংলাদেশ পুলিশের অনেক সুনাম আছে আবার কিছু কিছু ব্যর্থও আছে। আপনাদের সহযোগীতায় আপনাদের যে ব্যর্থতা আছে সেটা সাফল্যতায় পরিনত করতে চাই।
নাজমুল হাসান আরও বলেন, আমি আপনাদের আসস্ত করতে চাই, মাদক ব্যবসায়ীদের তালিকা আমাদের কাছে আছে। আমরা এটা নিয়ে কাজ করছি, এছাড়া কিশোর গ্যাং নিয়েও আমরা কাজ করছি। কিশোর গ্যাং আর মাদক ব্যবসার ক্ষেত্রে বাবা মায়েল ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তবুও আমরা আসামীদের আইনের আওতায় আনবো এবং তারা যাতে এই কাজ আর কখনো না করতে পারে সেদিকে খেয়াল রাখবো। আমি মনে করি আপনারা আমরা এক হলে অপরাধীরা পালাবার সুযোগ পাবে না। অপরাধীরা যত বড় অপরাধই করুক তাদের কলিজা হলো মুরগীর কলিজা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজ্জামান বলেন, পুলিশের শক্তি জনতা। কিছুদিন আগে নিতাইগঞ্জে মা মেয়ে হত্যা হয়েছে, সেখানে আমরা জীবনের ঝুকিঁ নিয়ে আসামীকে গ্রেপ্তার করেছি। সেদিন দরজা ভেঙ্গে আসামীকে আটক করতে হয়েছে। যদিও সেখানে কিছু স্থানীয় ভাইয়েরা হেল্প করেছে। কিন্তু আমরা সব থেকে বেশী রিস্ক নিছিলাম, আসামীর কাছে যদি সেদিন কোন পিস্তল, আগ্নেঅস্ত্র বা বোম থাকতো, তাহলে কিন্তু আমাদের উড়িয়ে দিতো। স্থানীয় বাসিন্দা ও নেতাদের কাছে আমার অনুরোধ আপনারা মাদক ব্যবসায়ীল টাকা খাবেন না, তাদের ঘর ভাড়া দিবেন না। আপনারা সচেতন হলে অপরাধ নির্মুল করা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার সাবেক সভাপতি শংকর সাহা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।