সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁওয়ে দুটি ব্রিজ ১টি স্কুল ও ১টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ সকল উন্নয়ণ মূলক কাজের উদ্ধোধন করেন তিনি।
এ সকল কাজগুলোর মধ্যে দুটি ব্রীজ হলো এমপি লিয়াকত হোসেন খোকার ঐচ্ছিক ফান্ড থেকে। প্রথমটি হচ্ছে, কাজীপারা ও দ্বিতীয়টি হলো, চৌরাপাড়া ব্রীজ ও স্কুল টি হলো চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গংঙ্গাপুর বাজার থেকে নয়াপুর বাজার পর্যন্ত ।
উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনাসহ সোনারগাঁবাসীর সুখ শান্তি উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এমপি লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী আসনে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহত্বর সোনারগাঁওকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে, প্রতিদিন কোন না কোন কাজ করে চলছেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার র্নিবাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী, উপজেলার পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক পজেলা, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, হাসেমসহ সোনারগাঁয়ের মহাজোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।