সকাল নারায়ণগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) প্রয়াত সাংসদ এ.কে.এম শামসুজ্জোহা’র ৩৫’ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বন্দর ইউনিয়নস্থ শামসুজ্জোহা এমবি হাইস্কুল মাঠে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খোদা, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুবলীগ নেতা খান মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ।