সকাল নারায়ণগঞ্জঃ
অভিনব কায়দায় বাঁশের চাটাইয়ের মধ্যে করে গাঁজা পাচারের চেষ্টাকালে, র্যাব-১১ এর পৃথক অভিযানে ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৫ কেজি গাঁজা ও ২১৪ বোতল ফেনসিডিল উদ্ধার, ০১টি পিকআপ ও ০১টি প্রাইভেটকার জব্দ।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপযোগে বাঁশের চাটাইয়ের ব্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার বড় একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসার পথে ২৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ ইয়াছিন মিয়া (২৬) ও মোঃ মনির হোসেন (২৮)’। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতে ০১টি পিকআপ জব্দ করা হয়।
এছাড়াও বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, এহসানুল্লাহ @ রাসেল (৪১)’। এসময় তার হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতে ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।