সকাল নারায়ণগঞ্জঃ
যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় আত্মকর্মী থেকে আত্মউন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ যুব ভবনে নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ,কে,এম শাহরিয়ার রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থেকে সনদ পত্র বিতরণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
নারায়ণগঞ্জ যুব ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ,কে,এম শাহরিয়ার রেজা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব এ কে এম রোকসানুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এন,এম ইয়াছিনুল হাবিব তালুকদার। এছাড়াও প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।