সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের বরপার ঢাকা সিলেট মহাসড়কের পাশে এমবিয়েন্ট স্টীল (বিডি) লিঃ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগার বদলগাছীন ঢেকড়া এলাকার মো. আশরাফুলের ছেলে মো. সাকিব (২৩), একই এলাকার কোমর মিয়ার ছেলে মো. মানিক (৪০)।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রাকে করে অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। সংবাদ প্রাপ্তির পর রূপগঞ্জের বরপার ঢাকা সিলেট মহাসড়কের পাশে এমবিয়েন্ট স্টীল (বিডি) লিঃ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৫৬০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী ট্রাক এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।