সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ও আড়াইহাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ।
এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাতসহ জেলা প্রসাসনের অন্যান উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. অদুদ মাহমুদ, উচিংপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফাইজুল হক ডালিম, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হক, ব্রাহ্মনন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্যা, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমান, বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া প্রমূখ।