সকাল নারায়ণগঞ্জঃ
খাজা বাবার আশেকানবৃন্দ ও আল-আমিন নগর এলাকাবাসির উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ কামরুল হাসান মুন্নার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রয়ারী) বিকেলে সৈয়দপুর আল-আমিন নগর হজী সামছুনাহার আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ণ পরষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী।
প্রধান অতিথির বক্তেব্যে আলহাজ্ব ফজর আলী বলেন, কামরুল হাসান মুন্না ভাই কাউন্সিলর হওয়াতে আমার যে কতটুকু উপকার সেটা আমি নিজেই বুঝতেছি তার কারন বিগত দিনে মুন্না ভাই যখন কাউন্সিলর ছিলেন তখন কিন্তু আমাদের গোগনগর ইউনিয়ন বাসীদের যেকোনো সমস্যায় পরলে মুন্না ভাইয়ের কাছে গেলে উনি নিজের এলাকা থেকে থেকে মুল্যবান করে গোগনগর ইউনিয়ন বাসী কে মূল্য দিতেন। তাই এবার ও মুন্না ভাইকে অনুরোধ করবো এই ইউনিয়ন আর আপনার ১৮নং ওয়ার্ড আপনি একই ভাবে দেখবেন আর আমার ও যদি কোনো সহোযোগিতা দরকার পরে আমার পাশে যে আপনার ওয়ার্ডে যে লোকজন আছে আমাকে রাএ ৩টা বাজে আমাকে ঢাক দিলে আপনার অনুপস্থিতে আমি আমি কাজ করবো। মুন্না ভাই আর আমি আমরা এক সুতোয় বাধা আমরা দুজনে এক পীরের মুরিদ, তাই আমি মুন্না ভাইকে অনুরোধ করবো আপনি আমাকে হেল্প করবেন আমি যেনো আমার এই এলাকা বাসীকে সেবা দিতে পারি।
কামরুল হাসান মুন্না বলেন, ইতিমধ্যে ফজর আলী ভাই তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমাকে এই আল আমিন নগরের মানুষ যেভাবে আমার নির্বাচনে কাজ করেছেন আমার পরিবারও তা করেনি। নির্বাচিত হওয়ার পর আজেক আমার প্রথম সংবর্ধনা। আমার পরিবার আপনাদের ঋণ কখনোই শোধ হবার নয়, নির্বাচন থেক শুরু এ পর্যন্ত আমার ভাই বোন,মুরব্বি গণ যা করেছেন তা ভাষায় প্রকাশ করার মত না। আমার বড় ভাই প্রায়ত বাপ্পী আমার সবচেয়ে বড় পরিচয় আমাকে সকলে শহীদ বাপ্পির ছোট ভাই হিসেবে চিনেন। আপনারা এলাকার কোন সিদ্ধান্ত নিবেন না আপনারা ধৈর্য ধারন করেন আমি কাজ করবো। ২০১৬ সালের নির্বাচনে আমি পরবজিত হওয়ার পর আমার লোকজনের উপর অনেক আচ্যার-জুলুম হয়েছে। আমি আগামী রোববার কাজ করার দাযিত্ব পাওয়ার পর এই আল আমিন নগর থেকে আমার কাজ শুরু করবো। আমাদের এলাকায় কোন মাদবরদের কাজ করার সুযোগ দিবেন না, কোন কবিরাজ নাটক বাজের পাল্লায় পরবেন না এলাকায় বিশৃঙ্খলা করবেন না, ১৬ তারিখে নির্বাচন হয়েছে ২৫শে জানুয়ারী প্রজ্ঞাপন জারি হয়েছে ২৫শে জানুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত আমি একমাস দেখবো তারপর আমি ব্যাবস্থা গ্রহণ করবো। আমার এলাকায় কোথায় কি হচ্ছে আমি জানি আপনার সকলে ধৈর্য ধারণ করুন আমার এলাকয় কেনো মাদবরী চলবেনা চলতে দেওয়া হবে না।
বাংলাদেশ মানবাধিতার কাউন্সিলর নারায়ণগঞ্জ এবং।সম্পাদক ও প্রকাশক দৈনিক সবার কন্ঠের ফয়েজ উদ্দিন লাভলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী বাইতুল সালাত জামে মসিজদের সভাপতি মোঃ সাদেক হোসেন,বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ মিলন হোমেন শ্যামল,গোগনগর ১নং ওয়ার্ডেরেম্বার ইকবাল হোসেন বাপ্পী, গোগনগর ৪নং ওয়ার্ডের মেম্বার সৈয়কত হোসেন বেপারী, গোগনগর ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।