সকাল নারায়ণগঞ্জঃ
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ রাজু (৩৩), পিতা-মোঃ মনির, মাতা-হালিমা বেগম, সাং-সরদার বাড়ী, মৌছা মান্দ্রা, পোষ্ট-কাজির পাগলা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাস যোগে এসে উক্ত স্থানে নেমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে, র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাজু (৩৩)কে অবৈধ মাদকদ্রব্য ৩৭০০ (তিন হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ (বিশ) গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০/- টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।