স্টাফ রিপোর্টার (আশিক): করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর চাষাঢ়া জিয়া হলের ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে খন্দকার ফাউন্ডেশনের সহযোগিতায় এই মাস্ক বিতরণ করা হয়। এসময় টিকা নিতে আসা ব্যক্তি, পথচারী, বাসের যাত্রী, সাধারণ মানুষের মাঝে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাস্ক পরিয়ে দেন শকু।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটা বাড়ার সাথে সাথেই গত মাসের আঠারো তারিখ থেকে আমরা মাস্ক বিতরণ করে যাচ্ছি। আজকেও শহীদ জিয়া হলের সামনে টিকা কেন্দ্র উদ্বোধন করেছিলেন ডিসি ও মেয়র। আমরা আজ সেখানে প্রায় পাঁচশ লোকের মাঝে মাস্ক বিতরণ করেছি পাশাপাশি পথচারীদের মাস্ক দিয়েছি। আপনারা জানেন খন্দকার ফাউন্ডেশন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সহযোগিতা করছেন। আমি খন্দকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগীতার কারণে আমরা আরও উজ্জীবিত। আমরা খানপুর হাসপাতালে মাস্ক দিব।
শকু আরও বলেন, আমরা ওই এলাকাগুলোতেই মাস্ক দিচ্ছি যেখানে সবচেয়ে বেশি জনবসতি এবং জনসমাগম। এটা শুধু আমার ওয়ার্ড নয়, সারা নারায়ণগঞ্জের মানুষ যেখানে আসে সেই সকল জায়গায় আমরা মাস্ক বিতরণ করছি। আমাদের টিম কুইক রেসপন্স কাজ করে যাচ্ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন খন্দকার ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন।