স্টাফ রিপোর্টার (আশিক): বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের সুস্থতা কামনায় বন্ধু মহল, ছোটভাই ও পরিবারের পক্ষ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাদ জুম’আ বন্দর র্যালী আবাসিক এলাকাস্থ শাহ্ ছিরাজ জামে মসজিদ, লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদ, বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদ, আমিন আবাসিক এলাকাস্থ আল-আমিন জামে মসজিদ, কবরস্থান রোড মোল্লাবাড়ির দিঘিরপাড় জামে মসজিদসহ আরও অনেক মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।