সকাল নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সেক্রেটারি সুলতান মাহমুদের নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বার্ষিক প্রকাশনা বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় প্রকাশনা বিতরণের সময় উপস্থিত ছিলেন, শহর শাখার সাধারণ সম্পাদক মুহা. আব্দুর রহমান রোমান প্রধান, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরে দায়িত্বশীল মুহা. জুয়েল প্রমুখ।
সভাপতি নূর হোসেন বলেন, আমরা নিয়মতান্ত্রিক ধারাবাহিক আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছি। চূড়ান্ত বিজয় আমাদের লক্ষ্য। আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের কামনা।
প্রকাশনার মধ্যে ছিল, নতুন বছরের ক্যালেন্ডার, আকর্ষণীয় ডায়রী ইত্যাদি।