স্টাফ রিপোর্টার (আশিক): কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা নদী থেকে পনেরো হাজার (১৫,০০০) মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা কালে পদ্মা নদী থেকে পনেরো হাজার (১৫,০০০) মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার (৪,৫০,০০০)টাকা।
অবৈধ কারেন্ট জাল জব্দ করে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে অবৈধ কারেন্ট জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়