স্টাফ রিপোর্টার (আশিক): করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের সংক্রমন বাড়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ডের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট) মাস্ক বিতরণ করেছেন নাসিক ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে খন্দকার ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা হাসপাতালে মাস্ক বিতরণ করেন শকু।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, এটা খুবই ভয়াবহ। মানুষের ভেতর কোন ভয় নেই। করোনা হাসপাতালের ভেতরেও রোগী, রিক্সাওয়ালা কারও মাস্ক নেই। ওমিক্রনে প্রতিদিন সংক্রমন বাড়ছে। আমাদের সচেতনতার অনেক অভাব। আমরা এখনই সচেতন না হলে এটা প্রতিরোধ করা বেশ কঠিন হয়ে পড়বে। সকলকে মাস্ক পরতে হবে। কারন এটাই আমাদের করোনা থেকে সুরক্ষা দেবে। করোনা প্রতিরোধে সচেতনতায় আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে ৩০ হাজারের বেশী মাস্ক বিতরণ করা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের মতো আরো যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
মাস্ক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সদ্য যোগদানকৃত আরপি ডা: দেবরাজ মালাকার ও ডা: সাখাওয়াত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, আগে করোনা মহামারি প্রকট আকার ধারণ করলে এগিয়ে আসেন শকু ও তার টিম কুইক রেসপন্স। করোনা আক্রান্তদের সেবা ও মরদেহ দাফনের মাধ্যমে বেশ আলোচিত হয়েছিলেন তিনি।