স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে শহরের চাষাঢ়া রেল স্টেশন থেকে এ কার্যক্রম শুরু হয়। চাষাঢ়া থেকে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, খেয়াঘাট ও আশপাশ এলাকায় ফুটপাতে, রাস্তার পাশে শুয়ে থাকা অসহায়দের মধ্যে তিনি কম্বল জড়িয়ে দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, এনডিসি মেহেদী হাসান ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান প্রমূখ।