1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরকেও অবগত করবো- ডিসি - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
না.গঞ্জে জুলাই শহীদের স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ  উদ্বোধন  ফতুল্লা থানা জমিয়তের পরামর্শ সভা অনুষ্ঠিত কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু…

প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরকেও অবগত করবো- ডিসি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, আমি সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বসবো। বার বার বসবো। আমি নারায়ণগঞ্জে সব মন্ত্রণালয়ের প্রতিনিধি। সব কাজ আমি একা সমাধান করে ফেলবো সেই এবিলিটি আমার নেই। তবে সব কাজ উদ্যোগ নিতে পারবো। যেগুলো আমি সমাধান করতে পারবো না সেগুলো মন্ত্রণালয়কে জানাবো। নীতি নির্ধারণী পর্যায়কে জানাবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরকেও অবগত করবো। বর্তমানে নারায়ণগঞ্জে আপনি যেদিক দিয়েই প্রবেশ করুন না কেন দেখবেন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। আমি ইতোমধ্যে বন্দর উপজেলা, রূপগঞ্জে ঘুরেছি। আমি যেকোন সমস্যা সমাধানে চেষ্টা করবো। উদ্যোগ নিব। তবে সব সমস্যা কারো একার পক্ষে সমাধান সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা লাগবে। যানজটের বিষয়ে আমি আবারো বসবো। নারায়ণগঞ্জ শহরটাকে সিসি টিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায় কিনা সে পরিকল্পনা চলছে। এসপি সাহেবকে নিয়েও বসবো। চাষাঢ়া মোড়ে ফুটপাতে হকার, ফলের দোকানদারদের বিষয়ে কি করণীয় সে বিষয়ে পদক্ষেপ নিব। শুনেছি অনেককেই নাকি হকার মার্কেটে দোকান দেওয়া হয়েছিল সেই দোকান তারা বিক্রি করে আবারো ফুটপাতে বসেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, কিছু কিছু মানুষের জন্য সবাইকে দোষারোপ করা ঠিক না। নারায়ণগঞ্জ সম্পর্কে বাইরে অনেক নেতিবাচক কথা শোনা যায়। তবে আমরা চাই নারায়ণগঞ্জকে নিয়ে যাতে কোন ধরনের নেতিবাচক কথা না উঠে। এজন্য আমাদের সকল এপ্রোচ এপ্লাই করতে হবে। আমাদেরকে পারতেই হবে।

পরিবেশ ও নদী দূষণ বিষয়ে জেলা প্রশাসক বলেন, কয়েকদিন আগে একটি সভায় পরিবেশ অধিদপ্তরের ডিজিও ছিলেন। নদীর পানিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং ভরাট দখলমুক্ত করতে খুব দ্রুতই পদক্ষেপ নেয়া হবে। নির্মমভাবে দখলদারদের উচ্ছেদ করা হবে। সেদিন মিডিয়াকর্মীদেরকে আমাদের পাশে চাই। কেউ যেন সেদিন দখলদারদের পক্ষে এসে তদবির না করে। আপনারা দেখেছেন সম্প্রতি বুড়িগঙ্গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল।

শহরের চাষাঢ়া এলাকায় ঠিকানা, মৌমিতা, অনাবিল ও হিমাচল পরিবহনের বাসগুলোর অনুপ্রবেশ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, আমরা ইতিমধ্যেই এসব বাসগুলোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই সে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মো. মঞ্জুরুল হাফিজ বলেন, দেশ এগোচ্ছে আমরাও এগোচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। মুখে এক কথা আর কাজে আরেক কথা বলার সময় শেষ। এটা হয়তো একসময় চলতো। কিন্তু আমি এতক্ষন যা বলেছি সেগুলো বুঝে শুনেই বলেছি।

এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, মেট্রোরেলের একটি অংশ নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত আসবে বলে আমি জানতে পেরেছি। এটি অবশ্যই নারায়ণগঞ্জবাসীর জন্য সুখবর। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি শীঘ্রই আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে বিস্তারিত জানাতে পারবো।

সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তব্য প্রদানকালে গণমাধ্যম কর্মীরা নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে যানজট, পরিবেশ ও নদী দূষণ, মাদক, প্রতিবন্ধী স্কুল, অটোরিকশা স্ট্যান্ড, ফুটপাতসহ নানা বিষয় তুলে ধরেন। এসময় নবাগত জেলা প্রশাসকও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL