সকাল নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন (নাসিক) নিবার্চনে বিপুল ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আওয়ামী যুব আইনজীবী পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা।
শুক্রবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর দেওভোগে মেয়র আইভীর নিজ বাসভবন চুনকা কুটিরে আওয়ামী যুব আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এড. ফজলে রাব্বি’র নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে আওয়ামী যুব আইনজীবী পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা মেয়র আইভীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী যুব আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব এড. রোমেল মোল্লা, যুগ্ন আহবায়ক এড. মামুন সিরাজুল মজিদ, এমদাদ হোসেন সোহেল ও এড. রিফাত চৌধুরী প্রমুখ।