স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১২নং ওয়ার্ডে চতুর্থবারের মতো নির্বাচিত কাউন্সিলর শওকত হাসেম শকু দেশে ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরণ কার্যক্রমের চতুর্থ দিনে শহরের মেট্রোহলের মোড়ে ও খানপুরে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
মাস্ক বিতরণ শেষে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আসলে আমি খুব হতাশ মানুষের মধ্যে ভয় বলতে কিছুই নেই। আমি মাস্ক বিতরণ করতে করতে খানপুর হাসপাতালের ভিতরে ঢুকলাম এখানে নিম্নে একশ লোককে দেখলাম যাদের মুখে মাস্ক নেই। রোগীদের মুখেও মাস্ক নেই রিকশাওয়ালাদের মুখে এমনকি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের মুখে মাস্ক নেই যেহেতু এটা একটা স্পর্শকাতর এলাকা। এদের মধ্যে সচেতনতার এতই অভাব। বিভিন্ন সামজিক সংগঠন, নাঃগঞ্জের সুধীজন সমাজের যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আগেই মাঠে নামে। প্রতিদিন ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। আপনারা সবাই সচেতন হোন মাস্ক ব্যবহার করুন।