স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ জন পুলিশ কর্মকর্তা প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে প্রাপ্তি পেয়েছেন।
২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিকট থেকে এ পদক গ্রহণ করবেন পাঁচ পুলিশ কর্মকর্তা।
পদক প্রাপ্ত পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ও বন্দর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম।