সকাল নারায়ণগঞ্জ: প্রায় শতবর্ষ পুরনো ডি এস এস ক্লাব ও ডি এস এস ফুটবল একাডেমির পক্ষ থেকে তিন তিনবারের নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মেয়র ও ডি এস এস ক্লাবের প্রধান উপদেষ্টা ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন ক্লাব ও একাডেমির সদস্যগন।
শুক্রবার ( ২১ জানুয়ারী ) সন্ধ্যায় চুনকা কুটিরে ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন বাচ্চুর নেতৃত্বে এই সৌজন্যে সাক্ষাৎ করেন ক্লাব ও একাডেমির সদস্যগন।
এসময় উপস্থিত ছিলেন, ডি এস এস ক্লাবের সাধারণ সম্পাদক কাওছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খাজা আহসান উল্লাহ, সহ,- সভাপতি হুমায়ূন কবির, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, ডি এস এস ফুটবল একাডেমির সভাপতি মঞ্জুর হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক নুরে হানিফ, ফুটবল একাডেমির কোচ সাগর মিয়া, সান্টু প্রমুখ।