স্টাফ রিপোর্টার (আশিক): বন্দরে দুস্থ ও শতাধিক বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বন্দর থানা চত্বরে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
বন্দর থানা পুলিশ কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, করোনা পাশাপাশি এখন ওমিক্রনে আক্রান্ত হচ্ছে সাধারন মানুষ। করোনাকালে আপনারা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি মাক্স ব্যবহার করবেন।
শীতবস্ত্র বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার জেসমিন কেকা ও বন্দর থানার অফিসার ওসি দীপক চন্দ্র সাহা প্রমুখ।