স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১২নং ওয়ার্ডে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। দেশে ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
বুধবার (১৯ জানুয়ারি) সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরণ কার্যক্রমের প্রথম দিনে খানপুর বৌবাজারে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, দেশে ওমিক্রনের সংক্রমণ বেড়েছে, তাই এই সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমি প্রচুর কাপড়ের মাস্ক অর্ডার করেছি। সেগুলো না আসা পর্যন্ত আমি সার্জিকেল মাস্ক বিতরণ করে যাবো। খানপুর হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। আমি আগামী সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার যেগুলো আমরা সবসময় বিতরণ করতাম ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার হরলিকস, দুধ, ডিম, ফল এগুলো বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছি।