সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাকিনস্থ সুইপার কলোনীর গলির মুখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদের সঙ্গে থাকা ৯টি প্লাস্টিকের বস্তা ও ২টি বাজারের ব্যাগে রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ ২৪৭ লিটার সহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জগগু দাস (৫০), মামুন দাস (২৬), তোফাজ্জল হোসেন (৬৫) ও মোঃ রাজু আহম্মেদ (৬৫)।
র্যাব জানায়, বর্ণিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে চোলাই মদের ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সহ উক্ত ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যাওয়া ২ জন ছাতু ও বিক্রম পরষ্পর যোগসাজসে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাসহ আশ পাশের এলাকায় অবৈধ্য মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয় করে আসছে।
অবৈধ্য মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।