সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নাসিক ২৪নং ওয়ার্ড দেওলী চৌরাপাড়া এলাকায় কাজী নজরুল ইসলাম প্রাইমারী স্কুলের সামনে পূর্ব শত্রুতার জেরে মোঃ মামুন (৩০) কে চিহ্নিত সন্ত্রাসী আলাউদ্দিন ও তার গ্যং বাহিনী কুপিয়ে হত্যা করার চেষ্টাকরে রক্তাক্ত আহত করে । এ ব্যপারে আহত মামুনের জেঠাত ভাই মোঃ সোহেল বাদিহয়ে থানায় ৬ (ছয়) জনের নামে অভিযোগ করে ।
অভিযুক্ত অসামিরা হলো ১। মিজান মিয়ার ছেলে আলাউদ্দিন (৩৫), ২। মোঃ গোলাপ মিয়ার ছেলে সোহাগ (২৮) ৩। জসু মিয়ার ছেলে ফয়সাল (২৭), ৪। মোসলে উদ্দিন মিয়ার ছেলে ফরাহাদ(২৭), ৫। চম্পা বেগমের ছেলে বাবু(৩২) ৬। মৃত আয়নাল সরদারের ছেলে তাইজুল ইসলাম(৪৫), অঙাতনামা আরো ৭/৮ জন আছে, সন্তাসীরা সবায় চৌরাপাড়ার বাসিন্দা ।
ব্যবসায়ী মোঃ মামুন ২৫শে আগষ্ট বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় দেওলী চৌরাপাড়া কাজীনজরুল ইসলাম প্রাইমারী স্কুলের সামনে দিয়ে মটর সাইকেলেকরে আসার সময় আউদ্দিন ও তার সন্তাসী বাহিনী পূর্ব সত্রুতার জেরধরে ইট ব্যবসায়ী মোঃ মামুনকে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্র দ্বারা হঠাৎ অতর্কিত হামলকরে । চাপাতি, রানদ্যা ও এস এস এর পাইপ দিয়ে এলোপাতালি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে । আহত ইট ব্যযবসায়ী মামুনের সাথে থাকা পাচঁ লখ (৫০০,০০০)টাকা ছিনিয়ে নিয়ে যায় ।
মামুনের চিৎকার শুনে আশে পাশের লোকজড় হলে সন্তাসী আলাউদ্দিনরা এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে ব্যবসায়ী মামুনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় । সন্তাসী আলউদ্দিন চৌরাপাড়া তাইজুল ইসলমের বাতিজা । এলাকা বাসীদের সাথে কথা বলে জানাযায় সন্তাসী আলাউদ্দিন, সোহাগ সহ প্যায় ২০ থেকে ২৫ জন সন্তাসী লালন পালন করে তাইজুল ইসলম এবং পুরো এলাকা জুড়ে আলাউদ্দিন গং দ্বারা মাদক ব্যবসা নিয়ন্তন করে । আহত ব্যবসায়ী মামুনকে মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে প্রাণনাশের আশংকা থাকায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে প্রেরণ করে ।