সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই।শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’
সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ২০১৯ ও জেলা পর্যায়ের জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পরা নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন অবদানের জন্য নারীদের তুলে এনে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠান করার জন্যই জয়িতা অন্বেষন। এর ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করছে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করেন এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রেহেনা আকতার প্রমুখ।