সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
উপসচিব পদোন্নতি পেয়ে বিদায় নিয়েছেন নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।
নারায়ণগঞ্জ জেলা করোনার হটস্পট হিসেবে পরিচিত। আর বিদায়ী খাদিজা তাহেরা ববি ছিলেন নারায়ণগঞ্জ জেলার করোনার ফোকাল পয়েন্ট।
এই সময়ে তিনি লকডাউন নিশ্চিত, খাদ্য সরবরাহ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তিনি ফতুল্লার তল্লার অগ্নিকাণ্ড এবং কয়লাঘাট লঞ্চডুবি ঘটনার তদন্ত কমিটির আহবায়ক ছিলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, “সে মানবিক, সৎ ও সাহসী মানুষ। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
তিনি যেখানেই যাবেন সেখানেই তার যোগ্যতা ও মেধা দিয়ে সফলভাবে দায়িত্ব পালন করবেন।” বিদায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতার কথা কখনও ভুলব না।
সারাজীবন আপনাদের মনে থাকবে।আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তার স্থলাভিষিক্ত হবেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব রহিমা আক্তার।