সকাল নারায়ণগঞ্জঃ বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, দলের নতুন সম্মেলনে যেন হাইব্রীড, কাউয়া বা কোন অনুপ্রবেশকারী না থাকে সেদিকে সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি দিতে হবে। যারা দলের দু:সময়ে, কঠিন সময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারাই যেন আওয়ামীলীগের এ সকল কমিটিতে স্থান পায় তা নিশ্চিত করতে হবে।
ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
গতকাল শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন প্রমূখ।