1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হলে নিজেদের প্রস্তুত হতে হবে- এসপি জায়েদুল আলম - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন” টিআরসি পদে নিয়োগের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন ৭ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত ১জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন ২ ট্রাক পরিমাণ ব্যানার, সাইনবোর্ড অপসারণ ও বিজিবি ক্যাম্পের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্দরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১  চাষাড়া শহীদ মিনারে মারামারি, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ  লিংকরোডে মানববন্ধন

আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হলে নিজেদের প্রস্তুত হতে হবে- এসপি জায়েদুল আলম

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৩৬ Time View

সকাল নারায়ণগঞ্জ:

স্টাফ রিপোর্টার (আশিক)

বুধবার (২৪ মার্চ) বন্দর থানা চত্বর বিকেল ৪ টায় মাসিক “ওপেন হাউজ ডে” আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ  জায়েদুল আলম পিপিএম(বার)।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বলেছিলাম মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার।  এর সেজন্যই আমরা আপমাদের কাছে। অর্থাৎ পুলিশ জনগনের জন্য কাজ করবে। এই লক্ষেই আমাদের এই অনুষ্ঠান। করোনা মহামারী থেকে বেঁচে থাকতে অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। 

আমাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হলে নিজেদের প্রস্তুত হতে হবে। এইযে ধরুন এন্ড্রোইড ফোন।

চাইলে আপনি আপনার সন্তানকে এর থেকে দূরে রাখতে পারবেন না৷  এইসব ফোন অনলাইনে ক্লাস হয়,এস্যাইন্টম্যান্ট হয়। আরো অনেক ভালো দিক রয়েছে। আপনাদের শুধু সঠিক পথ দেখাতে হবে। আমরা যারা মুসমান আছি, আপনি সকালে পারেন বিকালে পারেন মোবাইল থেকে  কুরআনের সুরা ও তার তরজমাসহ শুনান। তারা যদি  মোবাইলে বাংলা অর্থসহ কোর’আন রাখতে বলেন। আমি মনে বাংলাটা পড়লে এরা আপনার চেয়েও ভালো মানুষ হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা থাকলে আমাদের সবাই ভালো থাকব। সে যে ধর্মেরই হোক বুধবার বিকেলে বন্দর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে’র প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


এসময় তিনি আরও বলেন, ইসলাম কখনো মানুষকে হত্যা সাপোর্ট করে না।  কোর’আনে স্পষ্ট বলা আছে যে একজন মানুষকে হত্যা করল সে যেন সমস্ত মানবসমাজকে হত্যা করলে। এখন নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি জমি নিয়ে। আপনি সুরা নিসা পড়েন কে কতটুকু জমি পাবেন সব জানতে পারবেন। এরচেয়ে আধুনিক আইন আর কোথাও নেই। আর কিশোর গ্যাং বিংবা মাদক বলেন এদের বিরুদ্ধে পুলিশ একেবারের আপোষহীন।  এদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। 

বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে ও এস.আই সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,  বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, নাসিক ১৯/২০/২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ,  মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাপা’র সভাপতি বাচ্চু মিয়া, হাজী শাহবউদ্দিন।


অনুষ্ঠান পরিচালনা করেন, বন্দর থানা সেকেন্ড অফিসার  মোঃ মোদাচ্ছের, এস.আই শহিদুল আলম,এস.আই আনিসুর রহমান, এস.আই আবুল, খায়ের সহ থানার অফিসারবৃন্দ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL